logo
logo

বিসিবিতে দুদকের অভিযান চলছে

অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট ইউনিট।

আজ শনিবার (১৭ মে) দুদকের সহকারি পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে দুপুর ১টায় বিসিবির প্রধান কার্যালয়ে এই অভিযান শুরু হয়।

দুদকের সহকারি পরিচালক (গণসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির নানাবিধ আর্থিক দুর্নীতি এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রক্রিয়ায় নানাবিদ্ধ অনিয়মের অভিযোগে এ অভিযান চালাচ্ছে দুদক।

undefined/news/sports/1f032f17-b28e-6470-baaf-6596cf181b12


সম্পাদক ও প্রকাশক: জান্নাত তাসলিমা

নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসাইন

Copyright © all Rights Reserved.