খুলনার নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ
রাত পোহালেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার আগে আয়োজনের হযবরল অবস্থা পরিষ্কারভাবে দৃশ্যমান। ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড নিয়ে পুরোপুরি ধোঁয়াশা দূর হয়নি। এমনকি অধিনায়কের নাম জানতেও অপেক্ষা করতে হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে শেষ দল হিসেব এবার অধিনায়কের নাম ঘোষণা করল খুলনা টাইগার্স। এবারের আসরে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
রোববার (২৯ ডিসেম্বর) মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই দিনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের জার্সি উন্মোচন করেছে তারা।
এবারের আসরেও ফরচুন বরিশালের অধিনায়ক থাকছেন তামিম ইকবাল। গত আসরে তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল সাউদার্ন আর্মি। গতবার প্লে-অফ খেলা রংপুর রাইডার্স কিছুদিন আগেই নুরুল হাসান সোহানের নেতৃত্বে গায়ানায় গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির শিরোপা জিতেছে। পুরনো অধিনায়কের ওপরেই আস্থা রাখছে তারা।
এদিকে ঢাকা ক্যাপিটালসও আজ তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধিনায়ক হিসেবে লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার নাম ঘোষণা করে তারা। আর দুর্বার রাজশাহীর নেতৃত্বে থাকছেন এনামুল হক বিজয়।
বাকি দুই ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংস অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুন এবং সিলেট স্ট্রাইকার্স আরিফুল ইসলামের নাম ঘোষণা করেছে।
January 2025
সম্পাদক ও প্রকাশক: জান্নাত তাসলিমা
নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হাজী